ঢাকায় ফিরলেন রাসেল ডমিঙ্গো
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২০, ২:৫৬ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: প্রায় এক মাসের ছুটি শেষে ৫ দলের বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ মাঠে গড়াতেই কর্মস্থলে ফিরলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্বশীল একটি সূত্র তার ফেরার বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।
এর আগে মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের জানান, হেড কোচ ফিরলেও দলের বাকি কোচিং স্টাফরা ফিরবেন ডিসেম্বরে ‘ক্রিসমাস ডে’ উদযাপন শেষে। আগামী জানুয়ারিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তাই দল প্রস্তুত করতেই অনেকটা আগেভাগেই এসেছেন ডমিঙ্গো।