আম্বরখানা থেকে ৫৫ পিস ইয়াবাসহ যুবক আটক
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ৭:১০ পূর্বাহ্ণসবুজ সিলেট ডেস্ক::
সিলেট নগরীর আম্বরখানা থেকে ৫৫ পিস ইয়াবাসহ মো. হিরন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ আনোয়ারুল হোসাইনের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আম্বরখানা কামারপট্টি থেকে তাকে আটক করে। আটক যুবক তাহিরপুর উপজেলার মারালা গ্রামের (বর্তমানে মজুমদারী, গেনু মিয়ার কলোনী) মৃত ডুমন মিয়ার ছেলে।
প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ জানায়- আটক আসামী দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সিলেট কাস্টঘর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটগুলো সংগ্রহ করে বিশেষ কৌশলে সিলেট শহরের বিভিন্ন স্থানের মাদকসেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
তার বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।