এগিয়ে গিয়েও হারে শেষ বাংলাদেশের
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ৭:৫৪ পূর্বাহ্ণসবুজ সিলেট ডেস্ক::
বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে আগামী ৪ ডিসেম্বর স্বাগতিক কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ আছে সফরকারীদের। যার প্রথমটিতে বুধবার রাতে কাতার আর্মির বিপক্ষে মাঠে নেমেছিল লাল-সবুজ জার্সিধারীরা। যদিও প্রস্তুতি পর্বের শুরুটা ভালো হয়নি জামাল ভূঁইয়াদের। এগিয়ে গিয়েও হারতে হয়েছে ৩-২ গোলে।
দোহার আজিজিয়াহ বুটিক সুপার ক্লাব মাঠে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পঞ্চম মিনিটে বাংলাদেশ এগিয়ে যায় উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিমের গোলে। বেশ খানিক সময় সফরকারীরা লিড ধরে রাখলেও শেষরক্ষা হয়নি। ইউসুফ আলীর গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে কাতার আর্মি।
বিরতির পর বাংলাদেশ পিছিয়েই পড়ে। মাঠে আসা বেশ কিছু প্রবাসী দর্শক জামালদের উজ্জীবিত করার চেষ্টা করলেও দ্বিতীয়ার্ধে আরও ২ গোল হজম করতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। শেষের দিকে দুই বদলি খেলোয়াড়ের প্রচেষ্টায় বাংলাদেশ দ্বিতীয় গোল পেলেও হার এড়াতে পারেনি। রাকিব হোসেনের পাসে এমএস বাবলু প্লেসিং করে ব্যাবধান কমান।
জেমি ডে করোনায় আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি কাতার। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের কোচিং স্টাফ থেকে আগেই জানানো হয়েছিল, এই প্রস্তুতির ফল তাদের কাছে মুখ্য নয়। দলকে একটা পর্যায়ে নিতেই এই প্রস্তুতি ম্যাচ খেলা।
আগামী ২৮ নভেম্বর একই মাঠে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ লুসাইল স্পোর্টস ক্লাব।