মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যারাডোনার জন্য এক মিনিটের নীরবতা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২০, ১:৪৯ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে কাঁদছে ফুটবল বিশ্ব। কাঁদছে ক্রীড়াঙ্গন। সাবেক-বর্তমান ফুটবলার, ক্রিকেটার, বাস্কেটবল কিংবা টেনিস তারকা, রাজনৈতিক নেতারা পর্যন্ত ভাসছেন শোকে। বাংলাদেশের ক্রিড়াঙ্গনও ভিন্ন নয়।
বুধবারই মাশরাফি-সাকিবসহ বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন। সম্মান জানিয়েছেন তার কীর্তির প্রতি।
বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যারাডোনার জন্য এক মিনিটের নীরবতার আয়োজন করে। বঙ্গবন্ধু টি-২০ কাপে বৃহস্পতিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় মিনিস্টার গ্রুপ রাজশাহী এবং জেমকন খুলনা। ওই ম্যাচে ৬ উইকেটে সাকিবদের হারিয়েছে নাজমুল শান্তর রাজশাহী।
তবে প্রথম ম্যাচের আগে আয়োজন করা হয়নি বিশেষ ওই সম্মানের। বরং প্রথম ম্যাচ শেষে চারটি দল মাঠে এলে ক্রিকেটার, আম্পায়ারসহ অন্যদের নিয়ে আয়োজন করা হয় এই নীরবতা অনুষ্ঠানের। বঙ্গবন্ধু কাপে দিনের দ্বিতীয় ম্যাচে খেলছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা।