খাবার ভাগাভাগি করেছেন, মাস্কও পরেননি পাকিস্তানি ক্রিকেটাররা
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২০, ১:২৮ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটাররা তিনটি টি-২০ এবং দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে আছেন। কিন্তু সেখানে দলটির ছয় ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে নিয়ম ভাঙার প্রমাণ পেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেটারদের তাই শেষ সতর্কবার্তা দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।
শুক্রবার দেশটির বোর্ড জানিয়েছে, পাকিস্তান ক্রিকেটাররা চুক্তিপত্রে স্বাক্ষর করেছে যে, তারা করোনার আইন ভাঙবেন না। অথচ তারা সেগুলো মানেননি। বরং মাস্ক ছাড়া বাইরে বেরিয়েছেন, একে অপরের সঙ্গে খাবার ভাগাভাগি করে খেয়েছেন এবং একে অন্যের সংস্পর্শে এসেছেন। কিন্তু শর্তে উল্লেখ ছিল তিনদিন সম্পূর্ণ আইসোলেশনে থাকতে হবে তাদের।
পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ম ভাঙার বিষয়টি কিউই বোর্ড সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হয়েছে। এরপর তারা পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খানের সঙ্গে হোয়াটস অ্যাপে বিষয়টি নিয়ে আলাপ করেছে। এর আগে লাহোর থেকে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে আসার আগে পাকিস্তান ক্রিকেটারদের চারবার করোনা টেস্ট করানো হয়েছে বলে দাবি করেছে পিসিবি। কিন্তু কিউইরা বলছেন, আক্রান্তদের মধ্যে দু’জন পুরনো রোগী।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের পরিচালক আসলে ব্লুমফিল্ড বলেছেন, ‘কথা ছিল তার তিনদিন সম্পূর্ণ আলাদা থাকবেন। অথচ তারা হোটেলের লবিতে একে অপরের সঙ্গে কথা বলেছেন। মাস্ক ছাড়া রুমের বাইরে বেরিয়েছেন। একে অপরের সঙ্গে খাবার ভাগ করে খেয়েছেন। আমরা জানি না, কতবার তারা এই নিয়ম ভেঙেছেন। বিষয়টি নিয়ে এখন আমাদের ভাবতে হবে। তারা রুম থাকবে এই মর্মে চুক্তিতে স্বাক্ষর করেছে। সেখানে সবকিছু স্পষ্ট বলা আছে। তারপরও তা ভঙ্গ করেছে। এখন তাদের রুমে থাকতেই হবে।’
স্বাস্থ্য বিভাগ থেকে আরও বলা হয়েছে, তিনদিন অনুশীলন করতে না দেওয়াটা পাকিস্তান ক্রিকেটারদের শাস্তি ছিল না। এটা ছিল নিয়ম। সেই নিয়ম তারা ভেঙেছেন। এখন আবার তাদের পরীক্ষা করানো হবে। কতবার বায়ো-বাবল ভেঙেছেন সেগুলো দেখা হবে। এরপরই সিদ্ধান্ত হবে কবে নাগাদ তাদের অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হবে। বিষয়টি নিয়ে আসলে ব্লুমফিল্ড কঠোর নজরদারি করবেন বলেও জানিয়েছেন।