সিলেটে মানব পাচারকারী গ্রেপ্তার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণনিজস্ব প্রতিবেদক::
সিলেটের শাহপরাণ (রহ.) এলাকা থেকে মো. আশরাফ মিয়া ওরফে বেনু (৪২) নামের এক মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি বিশ^নাথের হাজারী গাঁও এলাকার মো. এরশাদ আলী ওরফে আব্দুল আহাদের ছেলে। সে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা এক মামলায় এজাহারনামীয় পলাতক আসামি।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে র্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১ টা ১০ মিনিটে শাহপরাণ (রহ.) থানার আনন্দ-৬, খরাদীপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজ সিলেট/২৮ নভেম্বর/শামছুন নাহার রিমু