রোনাল্ডোর ৭৫০তম গোল
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ২:১৬ অপরাহ্ণস্পোর্টস ডেস্ক :: করোনামুক্তির পর একের পর সুখবরে ভাসছেন জুভেন্টাস তারকা ও পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
মঙ্গলবার মেসি-সালাহদের পেছনে ফেলে ‘গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড’ জিতেছেন এই জুভেন্টাস ফরোয়ার্ড।
তার পর দিনই ছুঁয়েছেন অনন্য একটি মাইলফলক। ক্যারিয়ারে ৭৫০ গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ এ ফরোয়ার্ড।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের জালে একবার বল জড়িয়ে নিজের ৭৫০ গোল পূর্ণ করেন রোনাল্ডো।
এমন কীর্তি গড়ে নতুন উচ্চতায় উঠেছেন এ পর্তুগিজ উইঙ্গার। কারণ তার সমসাময়িক খেলোয়াড়দের কেউ-ই এ রেকর্ডের আশপাশেও নেই।
গোলের এ মাইলফলক স্পর্শ করার পর ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী।
তার পাশে থাকায় কোচ ও সতীর্থদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। শুধু তাই নয়, ‘বিশ্বস্ত’ প্রতিপক্ষদেরও ধন্যবাদ জানিয়েছেন রোনাল্ডো।
এক টুইটে রোনাল্ডো লিখেছেন– ‘৭৫০ গোল ৭৫০টি সুন্দর মুহূর্ত, ৭৫০ বার সমর্থকদের মুখে হাসি। ধন্যবাদ সব খেলোয়াড় ও কোচদের, যারা এই চমৎকার সংখ্যায় পৌঁছাতে আমাকে সাহায্য করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বিশ্বস্ত প্রতিপক্ষদের। যারা আমাকে প্রতিনিয়ত কঠোর পরিশ্রম থেকে কঠোর পরিশ্রম করিয়েছেন।’