বিশ্বনাথে মাদ্রাসাছাত্রকে ‘বলাৎকার’, যুবক গ্রেপ্তার
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২০, ১১:০২ পূর্বাহ্ণবিশ্বনাথ প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে ডেকে এনে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে জাহান মিয়া (২৫) নামের এক টমটম চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বলাৎকারের শিকার ছাত্রের মায়ের অভিযোগে গতকাল বুধবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। পরে জাহান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। জাহান উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামের আবদুল খালিকের ছেলে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, বলাৎকারের ফলে তার ছেলের পায়ুপথ ছিঁড়ে গিয়ে মারাত্মক ক্ষত সৃষ্টি হওয়ায় অপারেশনের মাধ্যমে পায়ুপথে মলত্যাগের জন্যে বিকল্প পথ তৈরি করা হয়েছে। বর্তমানে সে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকারের বিষয়টি স্বীকার করেছেন জাহান মিয়া। আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।