আড়াই বছর পর মেসি-রোনালদোর দেখা হচ্ছে
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ১:৪২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: ২০১৮ সালের জুলাইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেন, তখন মেসি-রোনালদো দ্বৈরথ নিয়ে অনেকের মধ্যেই ছিল এমন অনিশ্চয়তামাখা জিজ্ঞাসা। দু’জন দুই দেশের লিগে থাকা মানে দেখা হওয়ার সম্ভাবনাও অনেকটাই মিলিয়ে যাওয়া। তবে ২০২০-২১ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপিং সুযোগ করে দিয়েছিল দু’জনের মুখোমুখি লড়াইয়ের। কিন্তু অক্টোবরের শেষ সপ্তাহে মেসি তুরিনে গেলেও করোনার কারণে রোনালদো খেলতে পারেননি। ফিরতি লেগে মঙ্গলবার ন্যু ক্যাম্পে নামতে যাচ্ছে জুভেন্তাস। এ যাত্রায় প্রতিবন্ধকতা নেই কারোই। অবশেষে মেসি-রোনালদোর দেখা তাই হচ্ছে। যা ২০১৮ সালের ৬ মের পর এই প্রথম, আর চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ২০১১ সালের ৩ মের পর প্রথম।
আড়াই বছর পর মেসি-রোনালদোর মুখোমুখি হওয়া বাদে বার্সেলোনা-জুভেন্তাস ম্যাচটির বিশেষ গুরুত্ব নেই। উভয় দলই গ্রুপ জি থেকে রাউন্ড অব সিপটিন নিশ্চিত করে ফেলেছে। পাঁচ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট তুলে বার্সা আছে গ্রুপ শীর্ষে, আর চার জয়ের ১২ পয়েন্ট নিয়ে জুভেন্তাস দুইয়ে। অন্য দুই দল ডায়নামো কিয়েভ ও ফেরেঙ্কভারোসের পয়েন্ট মাত্র ১ করে। জুভেন্তাস একমাত্র যে ম্যাচটি হেরেছে, সেটিই ছিল বার্সার বিপক্ষে। ২৯ অক্টোবর তুরিনের খেলাটিতে ২-০-তে জিতেছিল রোনাল্ড কোম্যানের দল। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকৈ গোল করেছিলেন মেসি। মঙ্গলবার বার্সার রক্ষণভাগ তটস্থ রাখার জন্য জুভদের জার্সিতে আছেন রোনালদো। ৩১ মাস আগে মেসি-রোনালদো মুখোমুখি হয়েছিলেন লা লিগার খেলায়, এই ন্যু ক্যাম্পেই। ২-২ সমতার ম্যাচটিতে নিজ দলের পক্ষে গোলও করেছিলেন উভয়ে। বার্সা-রিয়াল ও বার্সা-ম্যানইউর হয়ে মুখোমুখি হওয়া দুই তারকার আজকের বার্সা-জুভেন্তাস লড়াইয়ে ৩৬তম।