মেসির সঙ্গে আমার কোনো শত্রুতা নেই: ক্রিশ্চিয়ানো
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২০, ২:০২ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: বার্সেলোনার ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সার বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।
এদিন খেলা শেষে রোনালদো বলেছেন, মেসির সঙ্গে গত ১২-১৪ বছর ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যাচ্ছি কিন্তু কোনো দিন ওকে আমি শত্রু হিসেবে ভাবিনি। আমাদের দুইজনের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে। আমার মতো মেসিও দলের জন্য সেরাটা দেয়ার চেষ্টা করে।
রোনালদো আরও বলেছেন, এটা নিশ্চিত মিডিয়ার কারণেই বিশ্বে ফুটবল জনপ্রিয়তা পেয়েছে। তবে সব সময় আমাদের দুইজনের মধ্যে মিডিয়াই শত্রুতা খোঁজার চেষ্টা করে আসছে। অথচ আমাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই।