‘অধিনায়ক হিসেবে মুশফিক ভাই শাসন করতেই পারেন’
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২০, ১:০৩ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্ক :: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সতীর্থ নাসুম আহমেদকে মুশফিকুর রহীমের মারতে উদ্যত হওয়ার ঘটনায় তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। গতকাল সোমবার এলিমিনেটরে বরিশাল-ঢাকা ম্যাচে দুইবার সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে প্রশ্নবিদ্ধ আচরণ করেন ঢাকা অধিনায়ক মুশফিক। আজ মঙ্গলবার ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। মুখ খুলেছেন নাসুম আহমেদও। ২৬ বছর বয়সী এই বাঁ-হাতি স্পিনার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা পোস্টে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
জাতীয় দলে ডাক পেলেও এখনো কোন ম্যাচ না খেলা নাসুম মনে করেন, মাঠের সেই ঘটনাকে বাড়িয়ে লেখা বা বলা হচ্ছে সংবাদমাধ্যমে। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে নাসুম লিখেছেন, ‘গতকাল ম্যাচের পর থেকে দেখতেছি; আমাকে আর মুশফিক ভাইকে নিয়ে অনেক কিছুই লেখা হচ্ছে। তা কাম্য নয়। টিভি সেটে যেটা দেখছেন এসব মাঠের ভেতর হতেই পারে।
গত ম্যাচে আমাদের মিস এফোর্টের মাত্রাটাও একটু বেশিই ছিল। আমার মনে হয় আমি নিজেও সেরাটা দিতে পারছিলাম না। মুশফিক ভাই অনেক সিরিয়াস ও ডেডিকেটেড ছিল ম্যাচে। আমার প্রতি দলের এক্সপেকটেশনটাও বেশি ছিল। মাঠের ওই ঘটনা আমরা মাঠেই শেষ করে দেই। উনার সাথে আমার মাঠের বাইরের সম্পর্কটা অনেক ভালো।’
‘এই টুর্নামেন্টে উনি আমাকে আলাদাভবে প্রচুর সময় দিয়েছেন। কিভাবে ভালো করা যায় এবং দুর্বল দিকগুলা দ্রুত কাটিয়ে উঠা যায় এসব নিয়ে। আমাদের মধ্যে তেমন কিছু হয়নি। ম্যাচের পর উনার সঙ্গে অনেকবার কথা হয়েছে ড্রেসিংরুম ও টিম হোটেলে। আর উনি আমার বড় ভাইয়ের মত এবং অধিনায়ক হিসেবে শাসন করেতই পারেন। মাফ চাওয়ার প্রশ্নই আসে না। দয়াকরে আমাদের এই ইস্যু নিয়ে তেমন কিছু লিখবেন না।’