মদিনা মার্কেট থেকে ইয়াবাসহ আটক ১
দৈনিক মানচিত্র ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২০, ৯:৪৮ পূর্বাহ্ণস্টাফ রিপোর্টার
সিলেট নগরের মদিনা মার্কেট থেকে ১০১ পিস ইয়াবাসহ শফিকুর রহমান শফিক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। শফিক সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন মরজাদ গ্রামের মোবাশ্বের আলীর ছেলে।
ইয়াবা উদ্ধারের পর তার বিরুদ্ধে জালালাবাদ থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে। এরআগে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল মদিনা মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিককে গ্রেপ্তার করেছে।
সবুজ সিলেট/ডিসেম্বর ১৭/ হাসান